নিজস্ব প্রতিবেদক
গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার নবনিযুক্ত অফিসার ইনর্চাজ মোঃ হারুন আর রশিদ এর সাথে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই টঙ্গীবাড়ী উপজেলা শাখার একটি প্রতিনিধি দল শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন।
এসময় নিসচা টঙ্গীবাড়ী উপজেলা শাখার পক্ষে নবনিযুক্ত অফিসার ইনচার্জকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নিরাপদ সড়ক চাই সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও নিসচা টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি এম জামাল হোসেন মন্ডল। প্রতিনিধি দলের বাকী সদস্য হলেন নিসচা টঙ্গীবাড়ী উপজেলা শাখার প্রচার সম্পাদক নুর মোহাম্মদ বেপারী ও প্রকাশনা সম্পাদক সামসুদ্দিন তুহিন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী থানার ওসি তদন্ত গোলাম রসুল মোল্লা।
মতবিনিময় কালে নিসচার সভাপতি বলেন, আমাদের টঙ্গীবাড়ী উপজেলার মধ্যে কোন হাইওয়ে সড়ক নেই। তাই তুলনামূলক টঙ্গীবাড়ীতে সড়ক দূর্ঘটনা কম। সমস্যা হচ্ছে টঙ্গীবাড়ী বাজার, বেতকা চৌরাস্তাসহ উপজেলার বিভিন্ন বাজারগুলোতে প্রায় সময় যানজট লেগেই থাকে। এই বিষয়টার দিকে একটু সুনজর দেওয়ার অনুরোধ রইলো।
নবনিযুক্ত অফিসার ইনর্চাজ মোঃ হারুন আর রশিদ বলেন, আমি আপনাদের থানায় নতুন যোগদান করেছি। সকলের সহযোগিতা পেলে আস্তে আস্তে সব ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ।
টঙ্গীবাড়ী উপজেলা শাখার নবনিযুক্ত অফিসার ইনচার্জের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় নিসচার
আগের পোস্ট