নিজস্ব প্রতিবেদক
টঙ্গীবাড়ী উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের মূলচর গ্রামে রয়েছে একটি প্রাচীন মন্দির। এ মন্দিরটি অনেক পুরনো একটি মন্দির। এ মন্দিরের ইটের অংশ দেখে এখানকার বসতিরা ধারণা করছেন এটি ১৫০০ সাল থেকে ১৬০০ সালের দিকে নির্মিত হয়েছে। পদ্মা নদীর তীরবর্তী রয়েছে এ মন্দিরটি। একসময়ে নদীপথকে কেন্দ্র করেই সেখানে বসতি গড়ে উঠতো। তাই পদ্মা নদীর তীরকে কেন্দ্র করে সেই সময়ে এখানে হিন্দু রাজাদের বসতি গড়ে উঠে। সেই সময়ে এখানে আরাধনার লক্ষ্যে এ মন্দিরটি নির্মিত হয় বলে অনেকেই অভিমত প্রকাশ করেছেন। গ্রামবাসীরা জানান, কয়েক পুরুষ ধরে এ মন্দিরে স্থানীয়রা পূজা অর্চনা করছেন। একসময়ে সাধু দীনেশ এ মন্দিরটির দেখভালের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুর পর এখন তার এক শিষ্য বিপ্লব এটি দেখভালের দায়িত্বে রয়েছেন। বর্তমানে এটি সাধু দীনেশের মন্দির হিসেবে গ্রামবাসীদের কাছে পরিচিতি লাভ করেছে।