নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল মৎস্য আড়তে গতকাল বুধবার সকালে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে প্রশাসন। পরে জব্দকৃত জাটকা ইলিশ হাসাইল মাদ্রাসায় বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে গতকাল বুধবার সকাল ৭টায় হাসাইল মাছ ঘাটে এই অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ নিগার সুলতানা। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন টঙ্গীবাড়ী থানা পুলিশ।
মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ নিগার সুলতানা বলেন, ইলিশ রক্ষার্থে আমরা দিঘীরপাড় ও হাসাইল মৎস্য আড়ৎ ছাড়াও বিভিন্ন বাজারে খোঁজখবর নিচ্ছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।