নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দক্ষিণ পাইকপাড়া গ্রামের জাহাজ চালক সেকান্দার আলী হত্যাচেষ্টা মামলার বাদী ও সাক্ষীদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। হত্যাচেষ্টা মামলার বাদী সেকান্দার আলীসহ সাক্ষীদের বিরুদ্ধে আসামী পক্ষের এক স্বজন আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। একইসঙ্গে বাদী সেকান্দার আলীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এতে করে হত্যাচেষ্টার মামলা ভিন্ন খাতে প্রবাহিত হতে পারে বলে মনে করা হচ্ছে।
আদালত সূত্রে জানা গেছে, সেকান্দার হত্যাচেষ্টা মামলার ১ নম্বর আসামী মনির শেখের পুত্রবধূ শাহনাজ আক্তার (৩৭) বাদী হয়ে গত ২৫ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টঙ্গীবাড়ী আমলী আদালতে হত্যাচেষ্টা মামলার বাদী মোঃ সেকান্দার আলীকে ১ নম্বর আসামী করে চাঁদাবাজির মামলাটি দায়ের করেন। এ মামলায় হত্যাচেষ্টা মামলার সাক্ষীদেরও আসামী করা হয়েছে। মামলাটিতে ৪ জনের নাম উল্লেখ করে দলীয় আরো ৮-১০ জনকে আসামী করা হয়।
এদিকে, সেকান্দার আলী হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় ৩ জন আসামী বর্তমানে জামিনে রয়েছেন। বাকী ৪ জন আসামী রয়েছেন পলাতক। জামিনে থাকা আসামীদের সঙ্গে মিলেমিশে হত্যাচেষ্টা মামলার এক নম্বর আসামী মনির শেখসহ অপর পলাতক আসামীরা প্রতিনিয়ত মামলা তুলে নিতে বাদী সেকান্দারকে জানে মেরে ফেলার হুমকি-ধমকি দিয়ে আসছে। এরই ধারবাহিকতায় মনির শেখের ছেলে শহিদ শেখের স্ত্রী শাহনাজ আক্তার আদালতে ওই চাঁদাবাজির মামলা দায়ের করেছেন বলে দাবী করেন হত্যাচেষ্টা মামলার বাদী সেকান্দার। তার দাবী শুধু তাকেই নয়, হত্যাচেষ্টা মামলার সাক্ষীদেরও চাঁদাবাজির মামলায় আসামী করা হয়েছে। এতে তিনিসহ সাক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
প্রসঙ্গত: গত ৯ সেপ্টেম্বর জেলার টঙ্গীবাড়ী উপজেলার দক্ষিণ পাইকপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির শেখ ওরফে মনির মাতবর তার ভাতিজা বাঁধন শেখ, বাবু শেখ, জসীম শেখ, আরিফ শেখ ও পারভেজ শেখ, দক্ষিণ পাইকপাড়া গ্রামের জাহাজ চালক সেকান্দার আলীর ঘরে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে। এসময় ঘরের আসবাবপত্র ভাংচুর করাসহ পাঁচ লাখ টাকা ও সেকান্দারের স্ত্রী লুৎফার গলায় থাকা সোয়া ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ ঘটনায় সেকান্দার বাদী হয়ে ৭ জনসহ অজ্ঞাতনামা আরো ৩ থেকে ৪ জনকে আসামী করে মুন্সীগঞ্জ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্র্রেট ৪নং আমলী আদালতে মামলা দায়ের করেন যাহার নং- ২৪১/২৪ইং। এ মামলায় পলাতক আসামীরা হলেন- দক্ষিণ পাইকপাড়ার দুলাল শেখের পুত্র বাবু শেখ (৪০), মৃত মান্নান শেখের পুত্র মনির শেখ (৬৮), আবু হোসেন শেখের পুত্র জসিম শেখ (৩২) ও চুন্নু শেখের পুত্র আরিফ শেখ (৩৫)।