নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল কার্যালয়ের ইলেক্ট্রিশিয়ান আবুল কালাম (৪২) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পাঁচগাঁও হাই স্কুল মাঠে জানাজা শেষে গনাইশার কবরস্থানে তাকে দাফন করা হয়। সে পাঁচগাঁও গ্রামের তাইজুল ইসলামের ছেলে।
পল্লী বিদ্যুৎ সমিতির ইলেক্ট্রিশিয়ান ওয়াহেদুজ্জামান জানান, গত রবিবার বেলা সাড়ে ১২টার দিকে টঙ্গীবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ভবন থেকে মোটরসাইকেল বের করার সময় ব্রীজের ঢাল থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পল্লী বিদ্যুতের ইলেক্ট্রিশিয়ান আবুল কালাম ও অপরদিক থেকে আসা মোটরসাইকেল চালক সজিব (২৪) গুরুতর আহত হয়। তাদের দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ইলেক্ট্রিশিয়ান আবুল কালামের মাথায় গুরুতর জখম থাকায় গত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি মোঃ রাজিব খান জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
টঙ্গীবাড়ীতে সড়ক দূর্ঘটনায় পল্লী বিদ্যুতের ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু
আগের পোস্ট