নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া এলাকায় সড়ক ও জনপথসহ সরকারী সড়কের জমি দখলের মহোৎসব চলছে। কামারখাড়া গ্রামের নুরু মাদবর, আমিন হক মাদবর, আমানুল মাদবর ও হানিফ মাদবরসহ ওই এলাকার কতিপয় ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারী সম্পত্তি দখলের মহোৎসবে মেতে উঠেছেন।
সরেজমিনে গত সোমবার বিকালে গিয়ে দেখা যায়, মুক্তারপুর-দিঘীরপাড় সংযোগ সড়কের বেশনাল চৌরাস্তার উত্তর পাশে কামারখাড়া এলাকায় সড়ক ও জনপথের জমি দখল হয়ে যাচ্ছে। এছাড়াও ওই সংযোগ সড়ক থেকে কামারখাড়া খানকা পর্যন্ত ২৪ ফুট সরকারী সড়কটির অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে উক্ত ভূমিদসুরা। সরকারী সম্পত্তির উপর দিয়ে সড়ক যাওয়া সত্ত্বেও দখলের কারণে এখন ওই সড়ক দিয়ে যানবাহন তো দূরের কথা মানুষের হেঁটে যাতায়াত করতেও কষ্ট হচ্ছে। বিভিন্ন কাঁচা স্থাপনার পাশাপাশি পাকা স্থাপনাও তৈরি করা হচ্ছে সড়ক দুটি দখল করে। দিন দিন দখলের পরিমাণ বাড়ছে। সেখানে দোকানঘর, টয়লেট, বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হচ্ছে সড়ক দখল করে। এতে ওই এলাকায় সড়কের অস্তিত্ব সঙ্কট দেখা দিবে বলে স্থানীয় গ্রামবাসীর শঙ্কা। তাই তারা দ্রুত সড়ক দুটি উদ্ধার করে সংস্কারের দাবি জানিয়েছেন।
স্থানীয় মোহন ছৈয়াল বলেন, ওই এলাকায় সড়ক ও জনপথের সড়কটি ৮০ ফুট প্রশস্ত অথচ ভূমিদস্যুরা বর্তমানে ৬০ ফুট দখল করে নিয়েছে। পাশের কামারখাড়া গ্রামে যাতায়াতের সড়কটি ২৪ ফুট প্রশস্ত অথচ এখন ৬ ফুটও নাই। সব দখল করে নিয়ে যাচ্ছে। এভাবে দখল চলতে থাকলে সড়কের অস্তিত্ব থাকবে না।
স্থানীয় মিজান হালদার বলেন, কামারখাড়া গ্রামে যাতায়াতের সড়কটি ২৪ ফুট চওড়া, অথচ এখন ৫ ফুটও নাই। এ সড়ক দিয়ে গাড়িতে যাওয়া তো দূরের কথা, হেঁটে যাতায়াত করতেও কষ্ট হচ্ছে। সড়কের জমি অনেকে দখল করে রেখেছে। দ্রুত সড়কের জমি উদ্ধার করা প্রয়োজন হয়ে পড়েছে।
আবু কালাম বলেন, সড়কটির স্থানে স্থাপনা নির্মাণ করে ও সড়কের গোড়া থেকে মাটি কেটে নিয়ে মানুষ যেভাবে সড়কটি দখল করছে, তাতে সড়কটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় সড়কের জায়গা উদ্ধার করে দ্রুত সংস্কার করার দাবি জানাচ্ছি।
শাহআলম বলেন, সড়কটি দখল করে নিয়ে যাচ্ছে স্থানীয় কতিপয় ব্যক্তি। কিন্তু রাস্তাটি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না।
কামারখাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াস মুন্সী বলেন, কামারখাড়া এলাকা থেকে খানকা পর্যন্ত সড়কটিতে কয়েক বছর আগে ইউনিয়ন পরিষদ থেকে ইট বিছিয়ে দিয়েছিলাম। কিন্তু রাস্তাটি দিন দিন ছোট হয়ে যাচ্ছে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুস হোসেন সাকিব বলেন, ওই স্থানে সড়কের পাশে সওজের কি পরিমাণ জমি আছে তা খোঁজ নিয়ে বলতে পারবো। তবে কেউ সড়ক ও জনপথের জায়গা দখল করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।