বিশেষ প্রতিবেদক : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের খলাগাঁও গ্রামে সালিশ বৈঠকে সংঘর্ষ হয়েছে। ওই ঘটনায় মুন্সীগঞ্জ আদালতে মামলা রুজু করা হয়েছে। গতকাল সোমবার বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য টঙ্গীবাড়ী থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
মামলার বাদী মন্টু ঢালী জানান, সম্প্রতি আমার বড় ভাই সেন্টু ঢালীর বিরুদ্ধে প্রতিবেশি মৃত গগন ঢালীর ছেলে রহিম ঢালী, শফি ঢালী ও দেলোয়ার মোল্লা গং মিথ্যা নোংরা প্রপাগান্ডা এলাকায় ছড়িয়ে দেয়। এতে সম্মানহানি হলে অভিযোগের ভিত্তিতে গত ২ এপ্রিল গ্রাম্য মাতবররা সালিশ বৈঠকের আয়োজন করে। দুই পক্ষকে নিয়ে খলাগাঁও জামে মসজিদে সালিশ করার সময় রাসেল ঢালী, রনি ঢালী, রুবেল ঢালী, সোহেল শেখ গং আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ৬ জন আহত হয়। এসময় এলাকাবাসী তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতে টঙ্গীবাড়ী থানায় মামলা করতে গেলে তা গ্রহণ করেনি পুলিশ। এ কারণে বাধ্য হয়ে আদালতে মামলা রুজু করা হয়।
টঙ্গীবাড়ী থানা পুলিশ জানায়, প্রভাবশালী এক বিএনপি নেতা ঘটনাটি সামাজিকভাবে সমাধান করার কথা বলেছেন। তারা যোগাযোগ করলেও কোনো অভিযোগ দাখিল করেনি।