নিজস্ব প্রতিবেদক
আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর হোসেন দোলনের সঞ্চালনায় গতকাল সোমবার দুপুর ১২টায়
টঙ্গীবাড়ী উপজেলা অডিটোরিয়ামে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ। সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি সকলকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পূজা উদযাপন বিষয়ে পূর্বপ্রস্তুতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে সকলের মতামত শোনেন। এসময় দূর্গোৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পাদন হয়, সেজন্য বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এরপর তিনি উপজেলা বিএনপির পক্ষ থেকে পূজা উদযাপন কমিটির হাতে পূজার জন্য আর্থিক সহায়তা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কেশব ঘোষ ও সাধারণ সম্পাদক পরিতোষ ঘোষ বাবু, সাবেক সভাপতি মহাদেব ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব সাংবাদিক টিটু চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব আব্দুল জাব্বার কাজী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহাবুব মল্লিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক শাহজাহান বেপারী, সদস্য সচিব মহসিন খান বাবু, যুবদল নেতা ওয়াসিম মল্লিক, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আক্তার হোসেন লাকুরিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, বিক্রমপুর-টঙ্গীবাড়ী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তানভীর মল্লিক, সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হান্নান মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক নুর আলম সরদার, আব্দুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি করিম মৃধা, সাধারণ সম্পাদক মোঃ জাফর মিয়া, ধীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দিলু, পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম শেখ, হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ জামান এ্যাপোলো, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল, যুবদল নেতা রাসেল মল্লিক, হাসেম সরদার, মোহাম্মদ হোসেন ডালু, ছাত্রদল নেতা ইমন দেওয়ানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।