নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর মাওয়া সেনানিবাসে অবস্থিত ৯৯ কম্পোজিট ব্রিগেডের আয়োজনে এবং ১৯ বীর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১০ জন শারীরিক প্রতিবন্ধী ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি খাদ্যসামগ্রীর ব্যাগে রয়েছে- চাল, ডাল, আটা, লবন, চিনি ও তেল। জানা গেছে, সেনা সদস্যদের দৈনিক বরাদ্দকৃত রেশন হতে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনসহ বিভিন্ন সেনা সদস্য।
টঙ্গীবাড়ীতে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ
আগের পোস্ট