সামসুদ্দিন তুহিন : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এস এম মিজানুর রহমান এমটি (ইপিআই)’র যোগদান পত্র প্রত্যাখ্যান করার লক্ষ্যে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে।
গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ কর্মচারীবৃন্দের ব্যানারে ছাত্র-জনতা এবং স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠকর্মীরা এই মানববন্ধন করেন।
এসময় তারা বক্তব্যে দুর্নীতিবাজ, অসৎ, ঘুষখোর মাঠ কর্মচারীদের উপর নির্যাতনকারী লৌহজং হতে বিতাড়িত এই কর্মকর্তার যোগদান পত্র প্রত্যাখ্যান করে নতুন একজন সৎ ও ভাল কর্মকর্তা দেয়ার জন্য দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মো. জাহিদ হাসান, ছাত্র প্রতিনিধি আবু বকর, উপজেলা স্বাস্থ্য সহকারী রঞ্জন রুদ্র, জয়ন্ত ভট্টাচার্য, লায়লা আক্তার, মেরনিা জাহান মুন্নি, তানিয়া আক্তার, শিমু আক্তার, আবু সাঈদ, মারয়িা আক্তার, নাছিমা আক্তার, ঝুমুর আক্তার, মিম আক্তার, রেশমা আক্তার প্রমুখ।
এ বিষয়ে উপজেলা এমটি (ইপিআই) এস এম মিজানুর রহমান জানান, আমি এখনও সেখানে যোগদান করিনি। আমি শুনেছি, ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আগেও কয়েকজন সুযোগ্য স্বাস্থ্য পরিদর্শককে মিথ্যা অভিযোগ দিয়ে সরানো হয়েছে। আমার ধারণা সেখানকার মাঠপর্যায়ে স্বাস্থ্য সহকারীরা সরকারি নিয়ম মেনে কাজ করে না। কোন সুযোগ্য স্বাস্থ্য পরিদর্শক যোগদানের খবর পেলেই তারা বিভিন্ন মিথ্যা অযুহাতে কর্মসূচী করেন। ভালই হলো যোগদানের আগেই তারা আমার নামে মিথ্যা অভিযোগ তুলে ধরেছেন। ছাত্র-জনতা আমাদের গর্ব তাদের ব্যবহার করে আমার বিরুদ্ধে মানববন্ধন করায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।