নিজস্ব প্রতিবেদক
ধারালো চাপাতির আঘাতে টঙ্গীবাড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ দপ্তরীসহ তিনজন আহত হয়েছে। উপজেলার যশলং গ্রামের মেম্বার বাড়ীতে গত ১৭ মার্চ মঙ্গলবার বিকাল ৪টায় প্রতিবেশী মৃত আঃ জব্বার দপ্তরীর ছেলে আরশাদ দপ্তরী গ্রুপের সাথে পাওনা টাকা নিয়ে বিরোধের কারণে সংঘর্ষ হয়। সংঘর্ষে জড়িতরা হলেন একই গ্রামের মৃত জব্বার দপ্তরীর অপর দুই ছেলে আলম দপ্তরী ও মোকসেদ দপ্তরী। আহতরা হলেন যশলং গ্রামের মৃত আলী দপ্তরীর ছেলে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল লতিফ দপ্তরী, যশলং ইউপি ১নং ওয়ার্ড সদস্য আবদুল লতিফ দপ্তরীর ছেলে মোঃ মোতালেব দপ্তরী ও মোঃ কাইয়ুম দপ্তরী।
জানা যায়, পাওনা টাকা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে জাহাঙ্গীর নামের এক লোককে দিয়ে বাড়ী থেকে ডেকে নিয়ে কাইয়ুম দপ্তরীকে মারধর করে আসাদ দপ্তরী গংরা। পরে ইউপি সদস্য মোতালেব দপ্তরীকে ঘটনা জানালে সে এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়া হয়। পরে চিৎকার শুনে মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ দপ্তরী এগিয়ে গেলে তাকে আরশাদ দপ্তরী চাপাতি দিয়ে মাথায় কোপ দেয় বলে জানান আব্দুল লতিফ দপ্তরী।
উক্ত ঘটনায় স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় সকলকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ দপ্তরীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে করোনা ভাইরাস এর সমস্যার কারণে মাথা সেলাই করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় পাঠানো হয়।
টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ শাহ মো: আওলাদ হোসেন জানান, যশলংয়ের মারামারির ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।