নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও ১লা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসিফ, উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার, স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মালেক, অফিসার ইনচার্জ মোঃ মুহিদুল ইসলাম, প্রকৌশলী শাহ মোয়াজ্জেম, সমাজসেবা অফিসার মোঃ জসিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা, নুরুজ্জামান দেওয়ান, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক সুমন চোকদার প্রমুখ।
সভায় বাংলা নববর্ষ উদযাপন ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
টঙ্গীবাড়ীতে মাসিক সাধারণ সভা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আগের পোস্ট