নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গাছ থেকে ডাব পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলার আব্দুল্লাহপুর জেলেপাড়া এলাকায় ১০ মাসের শিশুকন্যা রূপসা রাজবংশীর মাথায় গাছ থেকে ডাব পড়ে শিশুটি মারা যায়। শিশুটির মা অন্তরা রাজবংশী জানান, গতকাল শনিবার সকাল ৯টার দিকে মেয়েকে কোলে নিয়ে পাশের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। এরইমধ্যে হঠাৎ করে বাড়ির রাস্তার পাশে থাকা বড় আকারের একটি ডাব গাছ থেকে ডাবটি রূপসার মাথার পড়ে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রূপসাকে মৃত ঘোষণা করেন। রূপসার মৃত্যুতে জেলেপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।