নিজস্ব প্রতিবেদক
ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণের উন্নীত বেতন স্কেল এর উপর স্থগিতাদেশ প্রত্যাহার এবং জিও জারির তারিখ থেকে বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তা নিয়োগ বিধিমালা ২০২১ অনুযায়ী নিয়োগ ও পদোন্নতির দাবিতে কালো ব্যাজ ধারণ করা হয়েছে। প্রতিটি উপজেলায় সহকারী কমিশনার ভূমি অফিসের সামনে এই বিষয়টি নিয়ে একযোগে মানববন্ধন হওয়ার কথা থাকলেও বর্তমান করোনা পরিস্থিতির কারণে বিধিনিষেধ মেনে প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে স্ব স্ব স্থানে কালো ব্যাজ ধারণ করা হয়। গতকাল সোমবার সারা দেশের ন্যায় টঙ্গীবাড়ী উপজেলার সকল ভূমি অফিসে এ কালো ব্যাজ ধারণ করা হয়েছে। বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির মুন্সীগঞ্জ জেলা কোষাধ্যক্ষ মোঃ শাহাদাৎ হোসেন জানান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের বেতন স্কেল উন্নীতকরণসহ নিয়োগ বিধি প্রশাসনিক সকল কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে গত ৩০/০৫/২০১৩ খ্রিঃ তারিখের ০৭.০০.০০০০.১৬১.৩১.০২৮.১২ (অংশ) ১২৪ নং স্মারকে অর্থবিভাগ অর্থ মন্ত্রণালয় হতে অফিস স্মারক জারী করেন। উক্ত স্মারকের আলোকে ভূমি মন্ত্রণালয় হতে গত ২২/০৭/২০১৩ খ্রিঃ তারিখে ৩১,০০,০০০০,০৪৬.১২.২০৮.১২.৫০৭ ও ৫০৮নং স্মারকে জারী করলে বর্ণিত স্মারকের আলোকে মাঠপর্যায়ে বেতন নির্ধারণ ও উত্তোলনের মাধ্যমে তা বাস্তবায়ন হয়। কিন্তু পরবর্তীতে ভূমি মন্ত্রণালয় হতে অর্থ মন্ত্রণালয়ের স্মারকসহ ভূমি মন্ত্রণালয়ের ৫০৭ ও ৫০৮নং স্মারক অনাকাক্সিক্ষতভাবে ভূমি মন্ত্রণালয় হতে গত ২৫/০৭/২০১৩ খ্রিঃ তারিখের ৩১.০০.০০০০,০৪৬.১২.২০৮-১২.৫২৬ নং স্মারকের মাধ্যমে স্থগিত করা হয়। ফলে ২০১৩ খ্রিঃ হতে প্রধানমন্ত্রীর অনুমোদিত অর্থ মন্ত্রণালয়ের স্মারকের শর্তানুযায়ী নব নিয়োগ এবং পদোন্নতি বন্ধ থাকায় ভূমি মন্ত্রণালয়ের মাঠপর্যায়ে ব্যাপক শূন্যতার সৃষ্টি হয়েছে। পরবর্তীতে ২৩/০৪/২০১৮ খ্রিঃ তারিখের সচিব কমিটির ২০১৮ সনের ৭ম সভায় উত্থাপিত হলে উক্ত সভার ২২নং সিদ্ধান্তের ১নং অনুচ্ছেদে সুস্পষ্টভাবে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের উন্নীত বেতন স্কেলের সাথে পুনঃনির্ধারিত জনবল নিয়োগ/পদোন্নতি যোগ্যতা অনুযায়ী নতুন নিয়োগ বিধি প্রণয়নপূর্বক পদ দুটিতে নতুন জনবল নিয়োগ/পদোন্নতি কার্যক্রম চালু করার জন্য ভূমি মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করবে বলে সিদ্ধান্ত হলে সর্বশেষ ১৭/০৮/২০২১ তারিখে ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তা নিয়োগ বিধিমালা ২০২১ নিয়োগ বিধির গেজেট প্রকাশিত হয় যা ভূমি মন্ত্রণালয়ের ১৩/০৯/২০২১খ্রিঃ তারিখে ৩১.০০.০০০০,০৪৬.২২.০১৩.১৯-৩৮১ নং স্মারকে কার্যকর করার জন্য বিভাগীয় কমিশনার (সকল), জেলা প্রশাসক (সকল) মহোদয়গণকে নির্দেশ দেয়া হয়। ২০১৩ হতে এ পর্যন্ত অগনিতবার আমাদেরকে বেতন স্কেল এবং পদোন্নতি প্রদানের বিষয়ে আশ্বাস প্রদান করলেও কার্যত কোনো পদক্ষেপ গ্রহণ না করার ফলে মাঠপর্যায়ে একাধিক অফিসের দায়িত্বে ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণ রয়েছেন, যাদের দীর্ঘ ৮ বছর পর্যন্ত পদোন্নতি নেই অন্যদিকে মৃত্যুবরণ, অবসরজনিত কারণে লোকবল প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ পর্যায়ে কর্মরতদের দাপ্তরিক কাজ পরিপালন করা কষ্টসাধ্য হওয়া সত্ত্বেও রাত দিন পরিশ্রম করে ডিজিটাল ব্যবস্থায় ভূমি উন্নয়ন কর পাইলটিং করা, ই নামজারী ইত্যাদি পরিবারের লোকজনদেরকে কাজে লাগিয়ে বাস্তবায়ন করছে। বিষয়গুলো কর্তৃপক্ষ জ্ঞাত থাকা সত্ত্বেও কোনো প্রকার নিষ্পত্তির পদক্ষেপ গ্রহণ করা হয়নি বরং ভূমি মন্ত্রণালয় হতে ২৫/০৭/২০১৩ তারিখের ৩১,০০,০০০০,০৪৬.১২.২০৮.১২-৫২৬ নং স্মারকে বেতনের স্থগিত আদেশ প্রত্যাহার না করে সর্বশেষ ২৩/০৯/২০২১ তারিখের ৩৮১ নং স্মারকে চূড়ান্ত নিষ্পত্তিকৃত বিষয়টিকে উপেক্ষা করে পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে ০৩/১০/২০২১ তারিখে ৪২৩ নং স্মারক প্রদান করায় অত্র সমিতির সকল পর্যায়ের কর্মকর্তাদের মাঝে ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ পর্যায়ে কাল বিলম্ব না করে অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়ানোর জন্য বাংলাদেশ ভূমি কল্যাণ সমিতি লিখিত দাবী অনতিবিলম্বে কার্যকর করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
টঙ্গীবাড়ীতে ভূমি সহকারী কর্মকর্তাগণের কালো ব্যাজ ধারণ
আগের পোস্ট