নিজস্ব প্রতিবেদক : দেশে ফেরার জন্য বিমান ধরেছেন প্রবাসী স্বামী ইকবাল হোসেন। তিনি বাড়ি ফেরার আগেই ১১ বছর বয়সী শিশু সন্তান আব্দুল্লাহকে রেখেই গলায় ফাঁস দিয়ে না ফেরার দেশে চলে গেলেন স্ত্রী পলি আক্তার (২৮)। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামে এমন ঘটনায় স্বজনসহ সকলেই হতবাক।
খবর পেয়ে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বসতঘরের দরজা ভেঙে পলি আক্তারের লাশ উদ্ধার করেছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রাজধানী ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা মোঃ ইকবাল হোসেনের স্ত্রী গৃহবধূ পলি আক্তার।
জানা গেছে, ওমান প্রবাসী স্বামী ইকবাল হোসেন রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা। স্বামী প্রবাসে থাকায় গত দুই বছর ধরে টঙ্গীবাড়ীর ধীপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের মোঃ নাদিমের বাড়িতে ১১ বছর বয়সী আব্দুল্লাহ নামের এক ছেলে সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন পলি আক্তার।
স্থানীয়দের সূত্রে জানা যায়, গৃহবধূ পলি আক্তার দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করতো। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কোনও সাড়াশব্দ না পেয়ে তাকে ডাকাডাকি করা হয়। অনেকক্ষণ কোন জবাব না পেয়ে স্থানীয় একজন জানালা দিয়ে তাকে বিছানায় পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশে খবর দিলে গলায় ওড়না পেঁচানো অবস্থায় খাট থেকে তার মরদেহ উদ্ধার করে।
টঙ্গীবাড়ী থানার ওসি মোঃ মহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বসতঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভেতর থেকে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন গৃহবধূ পলি আক্তার। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে বিমানে উঠেছেন নিহতের স্বামী ইকবাল হোসেন। ওমান থেকে ছুটিতে বাড়িতে আসছেন তিনি। তার আসার আগ মুহূর্তে গৃহবধূ পলি আক্তার কেন আত্মহত্যার পথ বেছে নিলেন এই প্রশ্ন দেখা দিয়েছে।