নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এক প্রতিবন্ধীর স্ত্রীকে লোহার শাবল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। আহতের নাম লাকী আক্তার (২৭)। গুরুতর আহত লাকী আক্তারকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকাল ৭টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তর পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সম্পত্তির বিরোধ নিয়ে স্থানীয় কাউসার বেপারী ও স্ত্রী সোনিয়া বেগমের সাথে প্রতিবন্ধী মোঃ রাজন বেপারীর স্ত্রী লাকি আক্তারের বাক-বিতন্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে কাউসার বেপারী ছুটে গিয়ে ঘর থেকে লোহার শাবল এনে লাকী আক্তারকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। তার আগে কাউসার বেপারী লাকী আক্তারের শরীরের কাপড় ছিঁড়ে তাকে টেনে হিঁচড়ে লাঞ্ছিত করে। এদিকে এ ঘটনায় স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিবন্ধী স্বামী মোঃ রাজন বেপারীও আহত হয়। পরে এলাকার লোকজন আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এ ঘটনায় আহত মোঃ রাজন বেপারী টঙ্গীবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজিব খান বলেন, এ ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।