নিজস্ব প্রতিবেদক
রমজান মাস উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মনিটরিং করার লক্ষ্যে টঙ্গীবাড়ী উপজেলার আব্দুলাপুর বাজারে গতকাল সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত। দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় পণ্যের গায়ে মূল্যতালিকা না থাকায় হুমায়ন ষ্টোরকে ১ হাজার ও মূল্য তালিকার চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে পাভেল ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে তিনটি লাকড়ি দোকানে ওজনে কারচুপি করে লাকড়ি বিক্রয় করার অপরাধে জয়নাল লাকড়ির ঘরকে ১ হাজার টাকা, রাজন লাকড়ির ঘরকে ১ হাজার টাকা ও আমির লাকড়ি ঘরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ২টি মুদি দোকান ও ৩টি লাকড়ির দোকানক মোট ৫ হাজার টাকা অর্থদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে বাজারের দোকানদারদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্বলিত স্টিকার, লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে।
টঙ্গীবাড়ীতে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
আগের পোস্ট