নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাইকপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমেরিকার নিউইয়র্ক প্রবাসী শরীফ হোসেন সারোয়ার গতকাল বৃহস্পতিবার দুপুরে আপদকালীন সময়ে ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এসময় ৫০টি পরিবারের মধ্যে ১৫ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। কিছুদিন আগেও তিনি হতদরিদ্র মানুষের মাঝে ১ বস্তা করে চাল, ৫ কেজি তেল, ২ কেজি ডাল, ২ কেজি পিঁয়াজ এবং লবন বিতরণ করেছেন। এছাড়াও তিনি তার ঢাকার মুগদাস্থিত বাড়ি নং ৫০৩ পাঁচতলা ভবনের ও ঢাকার কেরানিগঞ্জের দোকানের ভাড়া আপদকালীন সময়ের জন্য মওকুফ করে দিয়েছেন। সুদূর নিউইয়র্কে যখন করোনায় প্রকট আকার ধারণ করছে সপরিবারে সেখানে থেকেও তিনি বাংলাদেশে তার পরিচিত ক্ষতিগ্রস্থ মানুষের সাথে যোগাযোগ করে সেবা দিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে মুঠোফোনে শরীফ হোসেন সারোয়ার জানান, ৭১ এ দেশের ক্রান্তিকালে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম কিন্তু দেশের এই আপদকালীন সময়ে সামনে থেকে মানুষের পাশে দাঁড়াতে পারছিনা। শত চেষ্টা থাকা সত্ত্বেও যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় দেশে ফিরে মানুষের সেবা করতে পারছিনা। সুদূর প্রবাস থেকে এই আপদকালীন সময়ে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।