নিজস্ব প্রতিবেদক
গতকাল বুধবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের সাবেক লঞ্চঘাট সংলগ্ন চাঁন কোল্ডস্টোরেজের পাকা ঘাটলায় প্রতিদিনের ন্যায় ছোট ছেলে প্রতিবন্ধী হাবিব (১০) কে নিয়ে গোসল করতে আসে পাশের বাড়ির আব্দুল হাকিম (৫০)। ছেলেকে গোসল করিয়ে বসিয়ে রাখেন পাকা ঘাটলার উপরে। হাকিম গোসল করার জন্য নদীতে নামে। নদীতে নামার পর ডুব দিয়ে আর উঠেননি। অনেক সময় পার হয়ে গেলে প্রত্যক্ষদর্শীরা বলাবলি করেন হাকিম উঠছে না কেন ? অনেকেরই ধারনা হাকিম তো সাঁতারও জানে। তারপর অনেকেই খুঁজতে থাকে। অনেক খেঁজাখুঁজির পরেও না পাওয়ায় মুন্সীগঞ্জের কন্ঠ.কম এর সাব এডিটর মাহবুব হাসান জিতু ৯৯৯ এ কল করে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে তথ্যটি জানান। তথ্যটি পেয়ে দ্রুত মুন্সীগঞ্জ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মনিরুজ্জামান ৫ সদস্য টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে। মনিরুজ্জামান নারায়ণগঞ্জ ডুবুরি দলকে খবর দেন। খবর পেয়ে ডুবুরি দল এসে টিম লিডার মনিরের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট টিম কাজ শুরু করেন। আধা ঘণ্টার মধ্যেই মনিরের টিমের সহযোগিতায় নদী থেকে হাকিমের মরদেহ উদ্ধার করে। এদিকে হাকিমকে দেখার জন্য হাজারো উৎসুক জনতা ভিড় করে নদীর পাড়ে।
টঙ্গীবাড়ীতে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
আগের পোস্ট