নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, র্যালী ও আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাসেদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাজী মোঃ নাহিদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান এড. নাছিমা আক্তার, স্বাস্থ্য কর্মকর্তা প্রণয় মান্না, অফিসার ইনচার্জ রাজিব খান, যুব উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, মাধ্যমিক কর্মকর্তা খালেদা পারভীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল হাসান, ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, আ. রহিম মিয়া, সেকান্দর বেপারী, আরিফ হালদার, ইসমাইল খন্দকার, আনিছুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, জাতীয় পার্টির উপজেলার সাধারণ সম্পাদক দেলোয়ার খান, আনসার ভিডিপি ইন্সপেক্টর লুৎফর রহমান, আইসিটি সহকারী প্রোগ্রামার জাকিয়া সুলতানা প্রমুখ।