নিজস্ব প্রতিবেদক
“বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ”- এ প্রতিপাদ্যে টঙ্গীবাড়ীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২২ এর উপজেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। গতকাল বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অধিদপ্তর সভাকক্ষে এ আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাসেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা আফরিন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার জয়নুল আলম তালুকদার। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান, সমাজসেবক আ. মান্নান মাঝি প্রমুখ।
টঙ্গীবাড়ীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধনী
আগের পোস্ট