নিজস্ব প্রতিবেদক
জমি ফিরে পেতে মানববন্ধন করেছে টঙ্গীবাড়ীর ৪নং ওয়ার্ডের শিমুলিয়া কান্দির গ্রামবাসী। গতকাল শনিবার বেলা ১২টায় টঙ্গীবাড়ী উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শিমুলিয়া কান্দি গ্রামের তিন ভূমিহীনের জমি ফিরে পাওয়ার জন্য এ মানববন্ধন হয়। শিমুলিয়া কান্দি গ্রামের ১৫ শতাংশ জমি যুগের পর যুগ ভোগ দখল করে আসছিলেন ঐ গ্রামের ভূমিহীন সাহেব আলী ফকিরের পুত্র আব্দুস সালাম এবং সরব আলী ফকিরের দুই পুত্র হায়দার ফকির ও জয়নাল ফকির।
তাদের অভিযোগ, প্রায় এক বছর আগে প্রভাব খাটিয়ে এই ১৫ শতাংশ জমি রুহুল আমিন ছৈয়ালসহ একই পরিবারের ৫ জনের নামে নামজারি হয়। এই জমিতেই মাছচাষ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন ভূমিহীন বৃদ্ধ আব্দুস সালাম গং। শত বছর ধরে এই জমি ভোগ দখল করে আসছিলেন তাদের পূর্বপুরুষরা। কিন্তু এখন হুট করে এই জমি দখলে নিয়ে নিলে জীবিকা উপার্জনের আর কিছুই থাকবে না বলে অভিযোগ করছেন ভূমিহীন আব্দুস সালাম গং।
এ বিষয়ে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভূমি সহকারী কর্মকর্তাদের সমন্বয়ে যাচাই-বাছাই করে ভূমিহীনদের এই জমি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো।
টঙ্গীবাড়ীতে জমি ফিরে পেতে মানববন্ধন
আগের পোস্ট