নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলার দিঘীরপাড় বাজারে মৎস্য সম্পদ ধ্বংসকারী ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন-২০২৩ উপলক্ষে মৎসজীবী, মাছের আড়ৎদার ও মাছ ধরার জেলেদের সাথে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাসেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহীন। এসময় উপস্থিত ছিলেন দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হালদার, দিঘীরপাড় তদন্ত কেন্দ্র ইনচার্জ মোঃ শাহ আলম, ইউপি সদস্য মোঃ সোহেল, এনায়েতুল্লাহ খান, মাছের আড়ৎ ব্যবসায়ী মোঃ মিজান খান, মোঃ মুরাদ হালদার, মোঃ নজির হালদার প্রমুখ।