নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কৃষক ব্রিফিং সভা হয়েছে। গতকাল রবিবার উপজেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে ২০২২-২৩ অর্থবছরে রবি, খরিপ-১ ও খরিপ-২ মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারণের আওতায় সভাকক্ষে এ কৃষক ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ডিএই প্রশিক্ষণ অফিসার এবিএম ওয়াহিদুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার জয়নুল আলম তালুকদার। এসময় সেখানে উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আমিনুর রহমান, উপসহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ, রাজস্ব প্রদর্শনীপ্রাপ্ত কৃষকবৃন্দ। সভা শেষে রাজস্ব প্রদর্শনীর ব্রিফিং ভাতার চেক বিতরণ করা হয়।
টঙ্গীবাড়ীতে কৃষক ব্রিফিং সভা
আগের পোস্ট