নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ কিশোরীর প্রেমিক নয়ন মোল্লাকে (২০) গ্রেপ্তার করেছে।
গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আব্দুল্লাহপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এর আগে ওইদিন রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীবাড়ী থানায় প্রেমিক নয়নকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন কিশোরীর বাবা। গ্রেপ্তারকৃত নয়ন জেলার টঙ্গীবাড়ী উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের মৃত সায়েন মোল্লার ছেলে।
পুলিশ জানান, উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের নয়ন মোল্লার সঙ্গে এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো কিশোরীর। প্রেমের সম্পর্ক চলাকালে কিশোরীকে চুমু খেয়ে সেই ছবি মোবাইল ফোনে ধারন করে রাখে প্রেমিক নয়ন। পরবর্তীতে শারীরিক মেলামেশা করার জন্য কিশোরীকে প্রস্তাব দেয়। মেলামেশা না করলে চুমু খাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়-ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে গত ২৮ মার্চ রাত সাড়ে ৮টার দিকে কিশোরীকে নিজবাড়িতে ডেকে নিয়ে যায় প্রেমিক। পরে সেখানে প্রেমিক নয়ন মোল্লাসহ ৩ জন মিলে সংঘবদ্ধভাবে পালাক্রমে ধর্ষণ ও উপস্থিত অপর আরো ২ জন নগ্ন দেহের ভিডিও ধারন করে। কিশোরী ভয়ে দীর্ঘদিন ঘটনাটি আড়াল করে রাখে। এর মধ্যেই ঘটনাটি লোকমুখে ছড়িয়ে পড়লে কিশোরীর পরিবারের লোকজন জানতে পারে। পরে শনিবার দিবাগত রাতে কিশোরীর বাবা বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে চুমু খাওয়ার ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে নিজবাড়িতে ডেকে নিয়ে প্রেমিক ও আরো কয়েকজন মিলে ধর্ষণ করে। এ ঘটনায় মামলা রুজু করে অভিযুক্ত এক নম্বর আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।