নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাসেদুজ্জামান। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মোঃ নাহিদ খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার, টঙ্গীবাড়ী থানা তদন্ত অফিসার মোঃ শফিউদ্দিন খান, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, মাধ্যমিক কর্মকর্তা খালেদা পারভীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, ইউপি চেয়ারম্যান মিলেনুর রহমান মিলন, আ. রহিম মিয়া, হাজী মোঃ দুলাল, আলহাজ্ব সেকান্দর বেপারী, মোঃ আরিফ হালদার, মোঃ ইসমাইল খন্দকার, মোঃ লুৎফর রহমান খুকু হালদার, মোঃ কাদির হাওলাদার, মোঃ আনিছুর রহমান আনিছ, মোঃ রিগ্যান শিকদার, ইউপি সদস্য মোঃ মজিদ, মোঃ মাকসুদ হোসেন, জাতীয় পার্টি উপজেলার সাধারণ সম্পাদক দেলোয়ার খান, আনসার ভিডিপি কর্মকর্তা কারিমা বেগম প্রমুখ। সভায় মাদক, বাল্যবিয়েসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
টঙ্গীবাড়ীতে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা
আগের পোস্ট