নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাসেদুজ্জামান। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মোঃ নাহিদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান এড. নাছিমা আক্তার, স্বাস্থ্য কর্মকর্তা প্রণয় মান্না, অফিসার ইনর্চাজ রাজিব খান, যুব উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, মাধ্যমিক কর্মকর্তা খালেদা পারভীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, আ. রহিম মিয়া, সেকান্দর বেপারী, আরিফ হালদার, ইসমাইল খন্দকার, আনিছুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, জাতীয় পার্টি উপজেলার সাধারণ সম্পাদক দেলোয়ার খান, আনসার ভিডিপি ইন্সপেক্টর লুৎফর রহমান, আইসিটি সহকারী প্রোগ্রামার জাকিয়া সুলতানা প্রমুখ। সভায় মাদক, বাল্যবিয়ে, যানজটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
টঙ্গীবাড়ীতে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা
আগের পোস্ট