সামসুদ্দিন তুহিন : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দখলদার ইসরায়েলের আগ্রাসন ও অমানবিক হত্যাকান্ডের বিরুদ্ধে এবং মসজিদুল আকসার স্থান পুনরুদ্ধারে ও অত্যাচারী ইসরায়েলের আগ্রাসনের শিকার হওয়া নিরপরাধ ফিলিস্তিনের মুসলিমদের সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টায় টঙ্গীবাড়ী উপজেলা মাঠ থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি টঙ্গীবাড়ী বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদের সামনে এসে শেষ হয়। উপজেলার সাধারণ ছাত্র ও মুসলিম জনতা এ প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহাবুব ইসলাম রন্টি, সোনারং মহিলা মাদরাসার মুহাদ্দিস মেসবাহ উদ্দিন, জামায়াত নেতা ডাঃ হেমায়েত উদ্দিন, ছাত্র প্রতিনিধি ফয়সাল শেখ, বায়েজিদ, রিয়া মনি, মিথিলা, অর্ষি, শাহরিয়ার, নিপা, শাফায়াত, রিফাতসহ বিভিন্ন শ্রেণি পেশার ধর্মপ্রাণ মুসলিম জনতা।
এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ইসরাইলি সশস্ত্র বাহিনী ফিলিস্তিনি নিরীহ জনগণের ওপর নির্যাতন চালিয়ে আসছে। নির্বিচারে হত্যা করছে। ফিলিস্তিনে মানবিক বিপর্যয় শুরু হয়েছে। চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরায়েল দায়ী। ফিলিস্তিনির মুসলিম জনগণের পক্ষে সমগ্র মুসলিম জাহানের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
সভা শেষে মুসলিম জাহানের শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।