নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। ২১শে ফেব্রুয়ারী সোমবার রাত ১২টা ১ মিনিটে ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, টঙ্গীবাড়ী থানা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার নানা শ্রেণী পেশার মানুষ।
এছাড়া গত সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা তানজিন অন্তরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম সোহাগ, টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাছিমা আক্তার, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, বেতকা ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান রিগ্যান, আউটশাহী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সেকান্দার বেপারী, আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, সাংবাদিক সামসুদ্দিন তুহিন, মাসুম, জহিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
টঙ্গীবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত
আগের পোস্ট