নিজস্ব প্রতিবেদক
৫ম বারের মতো মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াহিদকে টঙ্গীবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াহিদ এর মারিয়ালয় নিজবাড়িতে উপস্থিত হয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদস্যরা এ শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উপজেলা সভাপতি মনিরুল হক টিটু, সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ইখতিয়ার হোসেন শিকদার ডলার, যুগ্ম সাধারণ সম্পাদক বাবর কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ রিংকু বেপারী, প্রচার প্রকাশনা সম্পাদক সামসুদ্দিন তুহিন, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ মিঠু মাঝি, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক লিটন চন্দ্র হালদার, কল্যাণ ও পুনর্বাসন সম্পাদক আরিফুল ইসলাম কাজল, উপজেলা কমিটির কার্যকরী সদস্য মোঃ শিবলী সাদেক, মোঃ মাসুদুর রহমান, মোঃ সুমন মাঝি। এছাড়া আরও উপস্থিত ছিলেন যশলং ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি মোঃ হাবিবুর রহমান, বেতকা ইউনিয়ন সভাপতি মোঃ সাগর খান, ধীপুর ইউনিয়ন সভাপতি আতিকুর রহমান, বালিগাঁও ইউনিয়ন সভাপতি গোলাম সাইদুস সিয়াম রিটুসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদস্যবৃন্দ।