নিজস্ব প্রতিবেদক
গতকাল বুধবার সকাল ১০টায় ঢাকাস্থ গুলশান-২ এর ক্রাউন প্লাজায় জেন্ডার সমতা আনয়নে নারী অধিকার সংগঠনের ভূমিকা শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (উন্নয়ন) রিতা হুকাইম, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডঃ ফৌজিয়া মোসলেম। এতে সভাপতিত্ব করেন মানুষের জন্য ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শাহীন আনম। এখানে দেশব্যাপী অর্ধশতাধিক নারী অধিকার সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।