নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সুনামধন্য জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে জেলা সার্কিট হাউজ সংলগ্ন এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা হয়। পরে বিকালে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মো. আলমগীর কবির। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী তৌহিদ ইলাহীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জিপিএইচ গ্রুপের ডিরেক্টর আব্দুল আহাদ।
জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আগের পোস্ট