নিজস্ব প্রতিবেদক
জার্মানির ফ্রাঙ্কফুর্টের ভোগ্যপণ্যের প্রদর্শনীতে অংশ নিয়েছে বাংলাদেশের ৩৪ প্রতিষ্ঠান। পাঁচ দিনের এ প্রদর্শনী শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি। যা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। মেসে ফ্রাঙ্কফুর্টের আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। আয়োজন সংস্থা মেসে ফ্রাঙ্কফুর্টের বাংলাদেশে অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর মধ্যে ডাইনিং, কুকিং, গৃহস্থালি পণ্য, ঘর সাজানোর জিনিস, ইন্টেরিওর ডিজাইন, উপহার, গহনা এবং ফ্যাশন সামগ্রীর সবচেয়ে পরিচিত এবং বিখ্যাত প্রদর্শনী।
ভারতের পরে দক্ষিণ এশিয়া থেকে অংশগ্রহণের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে বাংলাদেশে, তাদের বিশাল পণ্য সম্ভার নিয়ে। এই প্রদর্শনী বাংলাদেশি প্রদর্শকদের সাহায্য করে তাদের পণ্য সমগ্র বিশ্বের কাছে তুলে ধরতে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ক্রেতারা ভিড় করেন এই বিশ্বখ্যাত প্রদর্শনীতে। সর্বমোট ৩৪ জন প্রদর্শক বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এবং অংশ নিচ্ছেন এবারের প্রদর্শনীতে। এর মধ্যে প্যারাগন সিরামিক, শাইন পুকুর, পিপলস সিরামিক, মুন্নু সিরামিক, ফার সিরামিকস, সান ট্রেড, আরএফএল প্লাস্টিক্স এই প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে তাদের নিজস্ব স্ট্যান্ডসহ। প্রকৃতি, সৈয়দপুর এন্টারপ্রাইজ, আর্টিসান হাউজ, এসিক্স বিডি, অরণ্য ক্রাফটস অংশ নিচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর আওতায়। জার্মানিতে বাংলাদেশি কমার্শিয়াল কাউন্সেলর সাইফুল ইসলাম বাংলাদেশি প্রদর্শকদের উৎসাহ দেখে সন্তুষ্ট হন।
আরএফএল গ্রুপের আন্তর্জাতিক মার্কেটিং বিভাগের জিল্লুর রহমান মজুমদার বলেন, এবারে আমরা দশমবারের মতো এই প্রদর্শনীতে অংশ নিচ্ছি। আমাদের ব্যবসানীতি ও পরিকল্পনা ক্ষেত্রে এই প্রদর্শনীটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের বেশিরভাগ গৃহস্থালি বাসনের ক্রেতা আমরা এই প্রদর্শনী থেকেই পাই।
জার্মানির ভোগ্যপণ্যের প্রদর্শনীতে বাংলাদেশের ৩৪ প্রতিষ্ঠান
আগের পোস্ট