নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুন্সীগঞ্জ পৌরসভার শিল্পকলা একাডেমির পাশে রয়েল পার্টি সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও অঞ্চল পরিচালক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম খান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান। কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলার আমির আ জ ম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী। জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ এ কে এম ফখর উদ্দিন রাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে মুন্সীগঞ্জ জেলা জামায়াতের সকল কর্মপরিষদ, মজলিসে শুরা উপজেলা আমির, সেক্রেটারি, উপজেলা কর্মপরিষদ, মজলিসে শুরাসহ সকল ইউনিয়ন আমির বা সভাপতি, সেক্রেটারি, বাইতুল মাল সেক্রেটারিগণ অংশগ্রহণ করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম খান মিলন বলেন, আমাদের আল্লাহর হুকুম পালনে আরো যত্নবান হতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদের আরো বেশি বেশি সামাজিক কাজ বাড়াতে হবে। সামাজিক কাজের মাধ্যমে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে হবে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারণ লোকদের মাঝে দাওয়াতি কাজ বাড়াতে হবে।
তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সীরাত মাহফিলসহ সকল ইসলামী দিবস পালন করার ব্যবস্থা করতে হবে। কোরআন হাদিস অধ্যায়ন, ইসলামী সাহিত্য অধ্যায়ন ও নফল এবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে।
সমাপনী বক্তব্যে জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস বলেন, আগামী কয়েক মাসের মধ্যে আমরা আর মুন্সীগঞ্জ জেলাকে সাংগঠনিক দুর্বল জেলা হিসেবে দেখতে চাই না। যারা এখনো রুকুনিয়াতের শপথ গ্রহণ করেন নাই তাদেরকে দ্রুত রোকন হওয়ার জন্য আহ্বান জানান তিনি। সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা বাইতুল মাল সেক্রেটারি আরশাদ আলী ঢালী, বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুন্সীগঞ্জ জেলা সভাপতি খিদির আব্দুস সালাম, গজারিয়া উপজেলার আমির মাওলানা মুহাম্মদ নুরে আলম, চিত্রকোট ইউনিয়ন সভাপতি মোঃ ইলিয়াছ আহাম্মেদ প্রমুখ।
জামায়াতে ইসলামীর ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
আগের পোস্ট