আন্তর্জাতিক ডেস্ক
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৩২ জন আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, আরোহীদের কেউ হয়তো বেঁচে নেই। এ ঘটনার পরপরই প্রেসিডেন্ট শি জিনপিং তদন্তের নির্দেশ দিয়েছেন। জানা গেছে, দেশটির গুয়াংঝি অঞ্চলে ইস্টার্ন এয়ারলাইন্সের ওই প্লেনটি বিধ্বস্ত হয়। প্লেনটিতে ১২৩ জন যাত্রী ও নয়জন ক্রু সদস্য ছিলেন। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর কিংবা কিভাবে ঘটনাটি ঘটেছে তার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। নিরাপত্তা ও সুরক্ষার দিক দিয়ে চীনের এয়ারলাইনসগুলো এগিয়ে রয়েছে। ১২ বছর আগে এ ধরনের একটি ঘটনা ঘটেছিল দেশটিতে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, বোয়িং ৭৩৭ মডেলের প্লেনটি গুয়াংঝি অঞ্চলের উঝৌ শহরের কাছে একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। এ কারণে সেখানকার পাহাড়েও আগুন ধরে যায়। তবে দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে গেছেন ছয়শ উদ্ধারকর্মী। ফ্লাইট এমইউ৫৭৩৫ গুয়াংঝি শহরের উদ্দেশ্যে কুনমিং থেকে যাত্রা করেছিল।
চীনে প্লেন বিধ্বস্ত, তদন্তের নির্দেশ শি জিনপিংয়ের
আগের পোস্ট