নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ পৌরসভার সীমান্তবর্তী চরহোগলা গ্রামে শাওন হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে মারধর করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গতকাল রোববার সকালে চরহোগলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এক মাস আগে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ ঘটনার মিমাংসার দায়িত্ব নেয় স্থানীয় নাজিমউদ্দীন ও শফিউল্লাহ নামের দুই মাতবর। কিন্তু তারা দায়িত্ব নিয়েও ঘটনার কোনো মিমাংসার উদ্যোগ নেয়নি। এতে রোমান নামের এক কিশোর এসএসসি পরীক্ষার্থী শাওনকে উল্টো নানা কটূক্তি করে। এতে ক্ষুব্ধ হয়ে শাওন প্রতিপক্ষ রোমানকে মারধর করলে দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফায় মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন স্থানীয় মাতবররা দুই পক্ষকে নিয়ে মিমাংসা করে দেয়।
শাওনের বাবা দুলাল হোসেন বলেন, ওই ঘটনার মিমাংসা হওয়ার পর ঈদের ছুটি শেষে তার ছেলে শাওন রোববার সকালে চরহোগলা উচ্চ বিদ্যালয়ে যায়। এসময় প্রতিপক্ষ রোমান তার সাঙ্গপাঙ্গদের নিয়ে শাওনকে মারধর করে। এতে বিদ্যালয় প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রধান শিক্ষকসহ অপর শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
প্রধান শিক্ষক হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে স্থানীয় মুরুব্বিদের মিমাংসা করার দায়িত্ব দেওয়া হয়েছে।