নিজস্ব প্রতিবেদক
গত সোমবার মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন পরিষদের অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে দেখা গেছে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার জন্য কোন আদেশ জারি হয়নি। তবুও এদিন এ ঘটনাটি ঘটেছে সেখানে। এ ঘটনা সবাইকে অবাক করে দিয়েছে এখানকার দায়িত্বরত জনপ্রতিনিধিরা। এদিন সকাল সাড়ে ১০টার দিকে এখানে গেলে এ দৃশ্য মিডিয়ার চোখে ধরা পড়ে। কিন্তু সেই সময়ে সেখানে গুরুত্বপূর্ণ কাউকে তখন পাওয়া যায়নি। তখন সেখানে একজন সচিবের চেয়ারে বসে কম্পিউটার বসে কিছু একটা দেখছেন। তাকে পতাকার অর্ধনমিত রাখার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলেও তিনি তাতে কোন কর্ণপাত করেননি। বরং কম্পিউটারে মনোযোগ নিবেশ করে নিজেকে ব্যস্ত করে রাখেন। এ বিষয়ে চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান জীবনের সাথে মুঠোফোনে পতাকা অর্ধনমিত রাখার বিষয়ে তিনি বলেন, আজ তিনি এখানে নেই। সচিব করোনায় আক্তান্ত। আরেকজন ঢাকায় গেছেন নিজের কাজে। তবে বিষয়টি তিনি দেখবেন বলে জানান। এদিকে চরকেওয়ার ইউনিয়ন পরিষদটি বর্তমানে মুন্সীগঞ্জ পৌরসভাস্থ মুন্সীরহাটে রয়েছে অস্থায়ী অফিস হিসেবে।
চরকেওয়ার ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা অর্ধনমিত
আগের পোস্ট