নিজস্ব প্রতিবেদক
শরৎ পেরিয়ে হেমন্ত চলমান। কার্তিকের মাঝামাঝি এখন। শীতের শুরুর প্রান্তিক সময় যেন, সন্ধ্যায় ও ভোরে ঘাসের কচিপাতার ডগায় শিশির বিন্দু জমতে দেখা যাচ্ছে সর্বত্র। শ্রীনগর উপজেলার সব সবুজ প্রান্তরে এ দৃশ্য দেখা যাচ্ছে অনায়াসে। মাঝেমধ্যে রাত্রীকালীন বৃষ্টি যেন ডেকে আনছে শীত।
পূবালী বাতাসে অপরুপ সৌন্দর্যে সকলের মন মাতিয়ে তুলছে মিষ্টি খেজুর রসের ঘ্রাণ। কাক ডাকা ভোরে রস সংগ্রহ ও সন্ধ্যায় চলছে গাছ পরিচর্যার কার্যক্রম। এবার কিছুটা আগেই মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় প্রান্তিক জনপদের গ্রামে গ্রামে সকালের শিশিরের সঙ্গে অনুভূত হচ্ছে মৃদু শীত। খাল-বিলের পদ্ম ও ধানের শীষে বৃষ্টির মতো টিপ টিপ করে ঝরছে শিশির। মৌসুমের এই প্রথম ঘন কুয়াশা জানান দিয়েছে শীতের আগমনী বার্তা।
শরতের বিদায় ঘণ্টা বাজতে না বাজতেই হেমন্তকে পাশ কাটিয়ে আগাম শীত দেখা দিয়েছে। হালকা শীত ও কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে গোটা গ্রাম। আর মাত্র কয়েকদিন পর রস সংগ্রহ করে রস থেকে লালি ও গুড় তৈরির পর্ব শুরু হয়ে চলবে প্রায় মাঘ মাস পর্যন্ত। খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি উপজেলার প্রতিটি গ্রামে চোখে পড়ছে।