নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় গ্রীষ্মকালীন টমেটো চাষে সফল হয়েছেন আলামিন। অসময়ে টমেটো চাষ করে দামও পাচ্ছেন ভালো। তার টমেটো চাষে সফলতা দেখে এলাকায় অনেক চাষি টমেটো চাষে আগ্রহী হচ্ছেন। জ্যৈষ্ঠ থেকে ভাদ্র মাস পর্যন্ত বারি হাইব্রিড-৮ জাতের টমেটো চাষ করা হয়। প্রতিটি গাছে গড়ে ৩০টি করে ফল হয়।
আলামিন বলেন, গাজীপুরের বন্ধু শাহিনের কাছ থেকে বীজ, সার, কীটনাশক, নেটসহ টমেটো চাষের বিষয়ে সবরকমের পরামর্শ নিয়েছি। বন্ধুর পরামর্শ অনুযায়ী চাকরির পাশাপাশি অবসর সময়ে বাড়ির পাশের ৬ শতাংশ জমিতে টমেটো চাষ করে আশানুরূপ ফলন পেয়েছি। তিনি আরও বলেন, টমেটো চাষে প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে। ইতোমধ্যে ১২ হাজার টাকার টমেটো বিক্রি করেছি। এখনও যে পরিমাণ ফল রয়েছে, তাতে আরও ৫০ হাজার টাকার মতো টমেটো বিক্রি করতে পারবো বলে আশা করছি।
গ্রীষ্মকালীন টমেটো চাষে সফল আলামিন
আগের পোস্ট