নিজস্ব প্রতিবেদক : গাজায় ইসরায়েলের নির্মম গণহত্যার বিরুদ্ধে বাড়ৈখালি ইউনিয়নের তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ জুম্মা ফিলিস্তিনের সমর্থনে ইসরাইলের বিপক্ষে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাড়ৈখালি বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মিরাজুল হকের নেতৃত্বে উপস্থিত ছিলেন বাড়ৈখালি বাজারের সভাপতি হাফিজুর রহমান, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ফারুক, বাজারের সেক্রেটারি বাবুল খন্দকার, মোঃ সুমন। এছাড়া আরো উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রশিদ, মুফতি সাকিব, মুফতি মাহাদী হাসান, মাওলানা আবু সাঈদ, মাওলানা ফরহাদ হোসেন, মাওলানা খবিরুল্লাহ, মাওলানা সোলাইমান নূরী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা নেসার আহমেদ, মাওলানা নূর হোসেন, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমানসহ ইউনিয়নের সকল মসজিদের ইমাম ও খতিব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বাড়ৈখালি বাজারের সভাপতি হাফিজুর রহমান বলেন, বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের পক্ষে ছিল এবং আগামীতেও থাকবে। ইসরাইল কোন রাষ্ট্রই নয়, তারা সন্ত্রাসী। তাদেরকে প্রতিহত করা বিশ্ব মুসলমানের ঈমানের দাবী।
সকল মসজিদের সম্মানিত ওলামায়ে কেরামসহ উপস্থিত সকলে এই ওয়াদা নিয়েছে যে, আগত মুসলিমদের থেকে যাতে আর কেউ কখনো ইসরাইলি কোন পণ্য ক্রয় না করে, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করে।