নিজস্ব প্রতিবেদক
গজারিয়ায় ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (জিস্ট পলিটেকনিক) ইনস্টিটিউটের ১ম পর্বের সিভিল বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মাঝে উক্ত প্রতিষ্ঠানের একাডেমিক শাখা হতে পুরস্কার বিতরণ করা হয়েছে। সিভিল বিভাগের ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার আশিকুর রহমানের সঞ্চালনায় এসময় জিস্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মামুন শরীফ, একাডেমি ইনচার্জ ও ইলেকট্রিক্যাল বিভাগের চিপ ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার রিফাত শিকদার, ইলেকট্রিক্যাল বিভাগের ইন্সট্রাক্টর ও রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার সৈয়দ মোঃ শাকিল, কম্পিউটার সাইন্স বিভাগের ইন্সট্রাক্টর মনিরুল দিপু, কম্পিউটার সাইন্স বিভাগের ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম, সিভিল বিভাগে জুনিয়র ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার জাকারিয়া রহমান, নন-টেক (ম্যাথ) জুনিয়র ইন্সট্রাক্টর সিফাত হোসেন, নন-টেক (ইংরেজী) ইন্সট্রাক্টর ইতি আক্তারসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।