নিজস্ব প্রতিবেদক
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ, রোগীদের সেবার মানোন্নয়ন ও দালালমুক্ত করাসহ বিভিন্ন বিষয় পর্যালোচনায় সরেজমিনে পরিদর্শন করেন শিক্ষার্থীরা।
গতকাল রবিবার বেলা ১১টায় শিক্ষার্থীদের একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এসময় তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইয়াকুব এর সাথে সাক্ষাৎ করে সাধারণ মানুষের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
এ বিষয়ে শিক্ষার্থী রিয়াজ বলেন, আমাদের কাছে সাধারণ জনগণ অভিযোগ করেন ডাক্তারদের পাশে প্রতিনিয়ত দালাল থাকে। রোগী এলে তাদের অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা দেন। সাধারণ মানুষেরা অনেক সময় এই পরীক্ষা করাতে পারেন না। ডাক্তাররা তখন চিকিৎসাপত্র দিতে কালক্ষেপণ করেন।
এ বিষয়ে ডাঃ সুমাইয়া ইয়াকুব বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত দরখাস্ত পেয়েছি। প্রত্যেকটা অভিযোগ তদন্ত করে সমাধান করার চেষ্টা করব।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রিয়াজ, সৌরভ, সাইদুল, মৃদুল, ফয়সাল, আবির, আশরাফুল, সায়েম, সিয়াম, খায়রুল প্রমুখ।