নিজস্ব প্রতিবেদক
করোনা উপসর্গ সন্দেহে গজারিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ ৬০ জনের সোয়াব সংগ্রহ করেছে স্বাস্থ্যবিভাগ।
গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে করোনা সন্দেহে ৬০ জনের সোয়াব সংগ্রহ করার পর পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।
তবে সোয়াব পরীক্ষার রিপোর্ট আইইডিসিআরের পক্ষ থেকে জেলা স্বাস্থ্যবিভাগকে আগামী ৩ থেকে ৪ দিন পর জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোয়াব সংগ্রহের সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ আশরাফুল আলম শুভ, মেডিকেল টেকনোলজি ল্যাব মাহমুদুল হাসান, মেডিকেল টেকনোলজি ল্যাব ই পি আই কুতুব উদ্দিন মোল্লা, এস আই ফারহানা খান, সি এস সি টি আরিফ হোসেন।
গজারিয়া উপজেলা নির্বাহী অফিসারসহ ৬০ জনের সোয়াব সংগ্রহ
আগের পোস্ট