নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়াস্থ হাসান রাবার ফ্যাক্টরিতে কর্মরত প্রায় ৫শত শ্রমিক দিনব্যাপী ন্যায্য দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছে। এসময় তারা ফ্যাক্টরী গেট বন্ধ করে রাখে।
গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার বাউশিয়া ইউনিয়নস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হাসান রাবার ফ্যাক্টরির গেটের সামনে শ্রমিকরা কাজ বন্ধ রেখে আন্দোলন শুরু করে।
শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, বেতন বৃদ্ধি, শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, সিও সুদীপ্ত গোস্বামীর পদত্যাগ, নির্দিষ্ট সময় শেষে চাকুরী হতে অবসরে গেলে পেনশন হিসাবে সম্মানী প্রদানসহ আট দফা দাবি বাস্তবায়নের জন্য এই আন্দোলন করছেন তারা।
রনি নামে এক শ্রমিক বলেন, প্রতিনিয়ত নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। ৫/৭ বছর যাবৎ চাকুরী করলেও আমাদের বেতন বৃদ্ধি পায়নি। তাই বাধ্য হয়েই আমরা আন্দোলন করছি।
এসময় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানান, দাবী আদায়ের জন্য আন্দোলনের কারণে যদি কোন কর্মচারীকে চাকুরী থেকে অব্যাহতি দেয়া হয়, তাহলে আমরা যে কোন ধরনের বড় কর্মসূচী দিতে বাধ্য হবো।
এ বিষয়ে হাসান রাবার ফ্যাক্টরির ম্যানেজার (এডমিন) নাসির উদ্দিন বলেন, আমরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি। আশা করছি, সমাধান হয়ে যাবে।