নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়ায় ছাত্র আন্দোলনের সফলতা, ত্যাগ ও আত্মাহুতির চিত্র স্মরণীয় করে রাখতেই দেয়ালে দেয়ালে নতুন শিল্পকর্ম আঁকছেন শিক্ষার্থীরা। গত কয়েকদিন যাবৎ এসব দৃশ্য দেখা যায় উপজেলার বিভিন্ন এলাকায়।
গতকাল রবিবার সরেজমিনে দেখা যায়, উপজেলার জামালদী বাসস্ট্যান্ডস্থ হামদর্দ বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে গ্রাফিতি এঁকে চলেছেন শিক্ষার্থীরা। রঙ-তুলি দিয়ে তারা ফুটিয়ে তুলছেন ’২৪-এর আন্দোলনে শহীদদের নাম, ঘটনাপ্রবাহ, বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকাসহ সৌন্দর্যবর্ধনের জন্য নানা গ্রাফিতি।
জানা যায়, তারা তাদের নিজেদের অর্থে এ কাজ করে চলেছেন। আরো জানা যায়, গত কয়েকদিন যাবতই শিক্ষার্থীরা উপজেলার ভবেরচর কলিম উল্লাহ কলেজ ও গজারিয়া সরকারি কলেজসহ একাধিক মাধ্যমিক বিদ্যালয়ের দেয়ালে লিখন, ক্যালিগ্রাফি ও পেইন্টিং করছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি ছাত্রছাত্রীদের নিপুণ হাতের তুলির ছোঁয়ায় প্রাণ ফিরে পাচ্ছে ইট-সিমেন্টের দেয়ালগুলো। তারা পরিষ্কার-পরিচ্ছন্নতা, দেয়াল লিখন ও অঙ্কনের কাজ করে পরিবেশ উজ্জ্বল এবং দৃষ্টিনন্দন করে উপস্থাপন করছেন।
এ বিষয়ে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাবাসসুম সিনথিয়া বলেন, ছাত্র আন্দোলনের সফলতা, ত্যাগ ও আত্মাহুতির চিত্র স্মরণীয় করে রাখতেই স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা দেয়ালে আঁকছেন গ্রাফিতি।
শিক্ষার্থী সাকিব বলেন, ইতিহাসের সাক্ষী হিসেবে ’২৪ সালকে চিরস্মরণীয় করে রাখার জন্য এই শিল্পকর্ম।
আরেক শিক্ষার্থী স্বাধীন বলেন, বিজয়ের পর আনন্দ দেশব্যাপী ছড়িয়ে দিতে আমরা দেয়াল লিখনের কাজ হাতে নিয়েছি।
এ বিষয়ে একাধিক রাজনীতিবিদ ও শিক্ষক সমাজ জানিয়েছেন, দল বেঁধে শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে তুলে ধরেছেন আন্দোলনের নানা স্মৃতিপট, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের চিত্র। এটা খুবই ভালো বিষয়।
গজারিয়ায় হামদর্দ বিশ্ববিদ্যালয়ের দেয়াল জুড়ে গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা
আগের পোস্ট