নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় মেরাজ (২০) নামে এক যুবকের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। গত রোববার রাত আনুমানিক ৯টার দিকে ভিটিকান্দি এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মেরাজ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা। সে স্থানীয় সুপার স্টার ফ্যাক্টরিতে চাকুরী করতো এবং আনারপুরা গ্রামে ভাড়া বাসায় থাকতো।
বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক রিয়াদ হোসেন। তিনি আরও জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তার পরিবারের লোকজন এলে অনুমোদন সাপেক্ষে লাশ হস্তান্তর করা হবে।