নিজস্ব প্রতিবেদক
গজারিয়ায় শরীর গঠনে সুষম খাদ্যাভ্যাস ও জীবনমান উন্নয়ন শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহম্মেদ, ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন, ভবেরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী, বালুয়াকান্দি ডাঃ আঃ গাফফার স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ বশির উল্লাহ, বাঘাইকান্দী কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দিন আহমেদ, গজারিয়া বাতেনিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মুক্তার হোসেন, গজারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ কুমার, বড় রায়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, হোসেন্দী দাখিল মাদ্রাসার সুপার মোঃ আঃ সালাম, ইসমানিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক, বসুরচর পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান প্রমুখ। এছাড়াও কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
গজারিয়ায় স্বাস্থ্য সচেতনতায় কর্মশালা
আগের পোস্ট