নিজস্ব প্রতিবেদক
গতকাল রবিবার গজারিয়া উপজেলার ডাচ্ বাংলা প্যাক লিঃ এর অডিটরিয়ামে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ ও বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ এর আলোকে পেশাগত স্বাস্থ্য ও সেইফটি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মোঃ নাসির উদ্দিন আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল ইসলাম চৌধুরী, দৈনিক প্রথম সূর্যোদয় ও দৈনিক মুন্সীগঞ্জের কাগজ এর সম্পাদক মোহাম্মদ আরফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ কার্যালয়ের উপ মহাপরিদর্শক মোছাঃ জুলিয়া জেসমিন। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর NOHSTRI এর প্রকল্প পরিচালক ফরিদ আহাম্মদ, উপমহাপরিদর্শক মোঃ মেহেদী হাসান, শ্রম পরিদর্শক (সেফটি) শান্তা দেব মনি প্রমুখ।
গজারিয়ায় স্বাস্থ্য ও সেইফটি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আগের পোস্ট