নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ভবেরচর ইউনিয়ন স্বাধীন বাংলা ফুটবল কাপ ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জয় বাংলা একাদশ ক্লাব বনাম স্বাধীন বাংলা একাদশ ক্লাব এর অংশগ্রহণে গত শুক্রবার বিকালে আলীপুরা খেলার মাঠ প্রাঙ্গণে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মোহাম্মদ লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহিলা মেম্বার মরিয়ম বেগম। এসময় আরো উপস্থিত ছিলেন সমাজসেবক আমিরুল ইসলাম মিঞা, সমাজসেবক কামাল মিঞা, সাবেক ইউপি সদস্য শাহানুর চৌধুরী, সমাজসেবক মোঃ আলমগীর মিঞা প্রমুখ। খেলায় ১-২ গোলে স্বাধীন বাংলা একাদশকে পরাজিত করে জয় বাংলা একাদশ ক্লাব বিজয় অর্জন করে।