নিজস্ব প্রতিবেদক
গজারিয়া উপজেলার স্টুডেন্ট’স এইড ফাউন্ডেশনের সহ-সভাপতি বাবর হোসেন বাবুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার সকাল ৮টায় নিজবাড়িতে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। বাবর হোসেন বাবুল (৬১) গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বাসরচর গ্রামের মৃত বাদশা ভূঁইয়ার ছেলে। তিনি বাংলাদেশ নৌবাহিনী থেকে অবসরপ্রাপ্ত হওয়ার পর ছোট বসুরচর পাঁচগাঁও কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক এবং স্টুডেন্ট’স এইড ফাউন্ডেশনের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, তিনি ক্লোন ক্যানসারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে যান। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ছোট বসুরচর ঈদগাহে জানাজা শেষে ছোট বসুরচর কবরস্থানে তাকে দাফন করা হবে।